| বিকাল ৩:৪০ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাদরাসা ছাত্র অপহরণ করে মুক্তিপন দাবি, ৩ অপহরণকারী আটক

 

রফিক বিশ্বাস,তারাকান্দা (ময়মনসিংহ):ময়মনসিংহের তারাকান্দায় জাকির হোসেন ঔরফে নয়ন মিয়া(১২), নামে এক মাদরাসা ছাত্রকে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে অপহরণকারীরা। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৩ অপহরণকারীকে আটক করেছে। পুলিশ ও অপহৃত ছাত্রের পরিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বালিখাঁ গ্রামের রমজান আলীর পুত্র ঢাকিরকান্দা এবতেদায়ী মাদরাসার হাফেজি বিভাগের ছাত্র জাকির হোসেন ওরফে নয়ন মিয়া গত ১০ মার্চ তারাকান্দা থেকে অপহরণ হয়। অপহরণকারীরা অপহৃত ছাত্রের বাবার কাছে মোবাইলে ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এ ব্যাপারে অপহৃত ছাত্রের বাবা রমজান আলী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ফরিদুল আলম জানান, অপহরণ ও মুক্তিপণ দাবীর সাথে জড়িত থাকার দায়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের উসমান গণির পুত্র রাজিব মিয়া(৩০), পিরিচকান্দা গ্রামের তাজুল ইসলাম(৫০) ও আছিয়াবাদ গ্রামের হাবিবুর রহমান(৫০) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোলস্না জানান, অপহৃত ছাত্রকে উদ্ধারে পুলিশি জোর তৎপরতা অব্যহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩:৪৫ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৫