| সকাল ৯:০৪ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে ক্রিকেট ব্যাটের আঘাতে একজনের মৃত্যু

মোঃ মফিজুল ইসলাম অলি, ফুলপুর (ময়মনসিংহ):
ফুলপুর পৌর সভার কাজিয়াকান্দা গ্রামে ক্রিকেট ব্যাটের আঘাতে মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, ফুলপুর পৌর এলাকার কাজিয়াকান্দা গ্রামের আব্দুল কদ্দুছ সরকারের ছেলে জাহাঙ্গীর আলম বুধবার বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলা দেখতে যায়। সেখানে তর্ক-বিতর্ক হলে একই গ্রামের জামাতা মোঃ রুবেল মিয়া (২৫) মোঃ জাহাঙ্গীর আলমকে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ৩:৩৭ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৫