| রাত ৯:১৬ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

‘সোনাবন্ধু’তে তায়েবের সঙ্গে পরীমনি

অন লাইন ডেস্ক,৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার:

গত দেড় দশকের নাট্যাঙ্গনের সফল অভিনেতা ডি এ তায়েব এবার আসছেন বড় পর্দায় ‘সোনাবন্ধু’ ছবি নিয়ে। আর এ ছবিতে তার নায়িকা থাকছেন পরীমনি। শুভ টেলিফিল্মস-এর ব্যানারে নির্মাণ হচ্ছে ‘সোনাবন্ধু’ ছবির কাহিনী লিখেছেন মাহবুবা শাহ্রীন, চিত্রনাট্য মমর রুবেল এবং ছবিটি পরিচালনায় রয়েছেন জাহাঙ্গীর আলম সুমন। ছবিটি প্রসঙ্গে ডিএ তায়েব এবং পরীমনি বলেন, সম্পূর্ণ ভিন্নধারার একটি গল্প ‘সোনাবন্ধু’। এর গানগুলোও অসাধারণ, গাইছেন বারী সিদ্দিক, মমতাজ, সালমাসহ আরো ক’জন গুনী শিল্পী। যা সকল শ্রেণীর শ্রোতা-দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। গান রেকর্ডিং শেষ পর্যায়ে। চলতি মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে। আমাদের বিশ^াস ২০১৫ সালের সেরা আলোচিত ছবি হবে ‘সোনাবন্ধু’। হলে এসে ছবিটি দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইলো ।

সর্বশেষ আপডেটঃ ১২:০৮ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৫