| সকাল ৬:৪৪ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় প্রবীণদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা

নেত্রকোনা প্রতিনিধি : বেসরকারী সংস্থা বারসিকের উদ্যোগে জেলার কলমাকান্দার লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সন্ধ্যায় হেল্পএইজ ইন্টারন্যাশনালের সহায়তায় প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন লেঙ্গুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ আলী।
কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা অখিল চন্দ্র হাজং, লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোশারফ হোসেন, বারসিক জেলা সমন্বয়কারী ইছাক উদ্দিন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান বাচ্চু, ইউপি সদস্য মেরী রংদী, আমিনুল ইসলাম, ফরিদ জাম্বীল, বিপ্লব, হযরত আলী প্রমুখ। বাউল গান, হাজং গান, আদিবাসী রেরে গান ও নাটক পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে লেঙ্গুরা ইউনিয়নের ৪টি সাংস্কৃতিক দল, বাউল, হাজং, আদিবাসী গান ও নাটক পরিবেশন করে। এলাকার নারী পুরুষসহ নানা বয়সী হাজারো মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:২৬ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫