| দুপুর ১:০৭ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

দুই কন্যা সন্তানকে নিয়ে আত্মহত্যা করলেন বাবা

অন লাইন ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরে দুই কন্যা সন্তানকে নিয়ে বৈদ্যুতিক শকে আত্মহত্যা করেছেন বাবুল (৫০) নামে এক ব্যক্তি। নিহত ওই দুই কন্যা সন্তানের নাম জান্নাতুল (১০) এবং মিম (৯)।  বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সাড়ে ১২টায় কামরাঙ্গীরচরের রসুলপুরের রনিমার্কেট সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহসীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি  বলেন, কিছুদিন আগে বাবুলের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এ ঘটনায় এর আগেও কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেন বাবুল।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহসীন আলম।
বাবুল ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। তিনি তার পরিবার নিয়ে রসুলপুরের রনিমার্কেট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
ওই বাড়ির মালিক সোহেল হোসেনের পুত্রবধূ কল্পনা আক্তার জানান, নিহত জান্নাতুল এবং মিম দুই বোন স্থানীয় এস এস ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো।  বাবুল ও স্ত্রীর মধ্যে প্রায় পারিবারিক কলহ হতো। ১৮/২০ দিন আগে বাবুলের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। আর্থিক অনটন এবং পারিবারিক কলহের কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রতিবেশিরা ধারণা করছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫