| রাত ৯:১২ - বুধবার - ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

কারচুপি হলে তাদের মেয়র প্রার্থীরা লাখ লাখ ভোট পেলেন কী করে- প্রধানমন্ত্রী

অন লাইন ডেস্ক | ২৯ এপ্রিল ২০১৫, বুধবার,

বিএনপিকে একটি ‘কুৎসিত দল’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দলটিকে মানুষ এত ভোট দেয় কি করে? প্রধানমন্ত্রী ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করে বলেছেন, কারচুপি হলে তাদের মেয়র প্রার্থীরা লাখ লাখ ভোট পেলেন কী করে? বুধবার তার নিজ কার্যালয়ে হরতাল অবরোধে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কারচুপি করে কারও ভোট কেড়ে নেয়া হয়নি। আমরা জানি না কি কারণে বিএনপি প্রত্যাহার করে নিল। তাদের মেয়র প্রার্থীরা লাখ লাখ ভোট পেয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের দুঃখ আমি বুঝি। কারো বাবা, কারো স্বামী, কারো সন্তান, কারো মা হারিয়ে গেছে। তাদের আর ফিরিয়ে দিতে পারবো না। তিনি বলেন, আমি সাধ্যমত আপনাদের সহযোগিতা করলাম। আমি জানি এটা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। তারপরেও আপনার দোয়া করবেন যেনো এভাবে আপনাদের সহযোগিতা করে যেতে পারি।

সর্বশেষ আপডেটঃ ৮:০৮ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫