| রাত ২:০৮ - বৃহস্পতিবার - ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহে কারিতাসের উদ্যোগে বেসিক ফটোগ্রাফী স্কীল ফর রিপোটিং প্রশিক্ষণ সম্পন্ন

 

এএইচএম মোতালেবঃ

কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আজ সকাল ৯টায় কারিতাস মিলনায়তনে বেসিক ফটোগ্রাফী স্কীল ফর রিপোর্টিং বিষয়ক দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দোলেন আরেং এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিতাস আঞ্চলিক কার্যালয় এর আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং, ইআইপিএলআর প্রোগ্রাম সমন্বয়কারী শশাংক রিসিল, কোর্স সমন্বয়কারী টুটুল আরেং। প্রশিক্ষনে রিসোর্স পারসন হিসেবে বেলজিয়াম নাগরিক ব্রাদার খ্রীস্টফা, আলোকচিত্র শিল্পী সংসদ(আশিস) সাধারণ সম্পাদক এএইচএম মোতালেব, ফটোগ্রাফার দর্পন, সুমন মালাকার, মুক্তা দ্রফ, প্রনয় ম্রং, সেকান্দার স্যানাল প্রমুখ প্রশিক্ষনে ৫০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫