| সকাল ৯:৫২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গ্রামীণফোন লিঃ বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পাসপোর্ট অধিদপ্তর এর সাথে চুক্তি স্বাক্ষর

লোক লোকান্তর ডেস্ক,  গ্রামীণফোন লিঃ সম্প্রতি তার বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পরিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা প্রদানে বহিরাগমন ওপাসপোর্ট অধিদপ্তর এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি পাঁচ বছর কার্যকর থাকবে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এর মহাপরিচালক এসএম জিয়াউল আলম এবং গ্রামীণফোনের হেড অফ ডাইরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম, পরিচালক অ্যাডমিন ও ফিনান্স এম এম নজরুল ইসলাম, পরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর মুন্সী মুইদ একরাম, গ্রামীণফোনের হেড অফ হাই ভ্যালু স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টস, ডাইরেক্ট সেলস সাকিব আলতাফ, কি অ্যাকাউন্ট ম্যানেজার হেলাল উদ্দিন আহমেদ এই উপলক্ষে উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪২ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫