| রাত ২:০২ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিরিজের প্রথম টেস্টে শক্ত অবস্থানে পাকিস্তান

অন লাইন ডেস্ক,২৯ এপ্রিল ২০১৫, বুধবার:

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মোহাম্মদ হাফিজের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে পাকিস্তান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৩৩২ রানে। জবাবে টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে এক উইকেটে ২২৭ রানে শেষ করেছে। হাতে ৯ উইকেট নিয়ে এখনও সফরকারীরা ১০৫ রানে পিছিয়ে।
মোহাম্মদ হাফিজ অষ্টম টেস্ট সেঞ্চুরি আদায় করে ১৩৭ ও আজহার আলী ৬৫ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় উইকেটে তারা ১৭৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন। শুরুতে দলীয় ৫০ রানে ব্যক্তিগত ২০ রানে তাইজুল ইসলামের বলে ফেরেন অভিষিক্ত সামি আসলাম।
এর আগে ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে আজকের দ্বিতীয় দিনে মাঠে নমে বাংলাদেশ। আগের দিন ১৯ রানে অপরাজিত সাকিব আল হাসান আজ ২৫ রানে ফেরেন। এছাড়া মুশফিকুর রহীম ৩২ ও সৌম্য সরকার ৩৩ রানে আউট হন। তবে শুভাগত হোম ১২ রানে অপরাজিত থাকেন। আগের দিন সর্বোচ্চ ৮০ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে।

সর্বশেষ আপডেটঃ ৬:৪০ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫