| রাত ১১:৫৫ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুরে এসিডদগ্ধ সীমাকে সেলাই মেশিন প্রদান

হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সদরের পদুরগাঁতি গ্রামের এসিডদগ্ধ সীমাকে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এসিড সারভাইভারস ফাইন্ডেশন ও ব্র্যাক সামাজিকরণ ক্ষমতায়ন কর্মসূচীর যৌথ উদ্যোগে বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, যুব উন্নয়ন অফিসার মো:আবুল কাসেম,এসিড সারভাইভারস ফাউন্ডেশনের সিনিয়র কোর্ডিনেটর সিদ্দিকি রুবেল,প্রোগ্রাম অফিসার মুক্তা দাস,ব্র্যাক সিনিয়র ব্যবস’াপক গৌতম চক্রবর্তী,জেলা ব্র্যাক প্রতিনিধি মো:বজলুর রশিদ,উপজেলা ব্যবস’াপক (স্বাস’্য) শাহারিয়া কামাল,গৌথম চন্দ,এফও আইভি আছিয়া আক্তার, সাংবাদিক জাকির হোসেন,ওমর ফারুক খান জনি প্রমুখ।
প্রসঙ্গত, সীমা আক্তার দুই বছর পূর্বে (২৬ফেব্রয়ারী ২০১৩ সালে ) নরসিংদীর কুমিল্লা ডায়িং এর গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ শেষে বাসায় ফেরার পথে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মানিকপাড়া গ্রামের প্রবাসি মতি মিয়ার ছেলে হিমেল মিয়া সীমা আক্তারের শরীরে এসিড নিক্ষেপ করলে তার মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ জলসে যায়। পরে ব্র্যক সামাজিকরনের উদ্যোগে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তায় নতুন জীবন ফিরে পাওয়ায় আয় বৃদ্ধি মূলক সহায়তার অংশ হিসেবে সেলাই মেশিন,কাপড়,দোকান ভাড়ার জন্য নগদ অর্থ সামগ্রী প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:০৫ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫