| সকাল ৯:৫০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেপালে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

অন লাইন ডেস্ক,২৯ এপ্রিল ২০১৫, বুধবার:

নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা দেশটিতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। আজ থেকে জাতীয় পর্যায়ে শোক পালন শুরু হবে। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য রাখার সময় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৭,৫০০ জন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। জাতীয় এ দুর্যোগের মুখে নেপালের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কৈরালা। তিনি বলেন, উন্নয়ন যখন বলিষ্ঠ গতিতে এগোচ্ছিল, তখন ভূমিকম্প আমাদের সামনে গুরুতর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শান্ত থেকে ও ধৈর্যসহকারে উদ্ধার তৎপরতায় অংশ নেয়ার আহ্বানও জানান কৈরালা।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৫ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫