| সকাল ৯:৫০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি, মা-মেয়েসহ দগ্ধ-৩

তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দার পল্লীতে অগ্নিকান্ডে বসতবাড়ী পূড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ সময় মা- মেয়ে সহ ৩ জন মারাত্বক দগ্ধ হয়। জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার বিষকা ইউনিয়নে ভাটিয়াপাড়া চান্দের বাজার সংলগ্ন হোছেন আলী বেপারীর বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আবুবক্কর সিদ্দিকের স্ত্রী কহিনূর বেগম(৩৫), তার মেয়ে তাসলিমা(২০) ও ইদ্রিছ আলীর স্ত্রী আমিনা খাতুন(৩৭) মারাত্বক দগ্ধ হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ময়মনসিংহ ও ইশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস’লে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ইতিমধ্যে ৪টি বসত ঘর সহ ৯টি ঘর ও মালামাল সম্পূর্ণ পূড়ে ছাই হয়ে যায়। বিষকা ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী খান  জানান, গভীর রাতে অগ্নিকান্ডে ওই বাড়ীটি সম্পূর্ণ পূড়ে গেছে এবং ৩ জন মারাত্বক দগ্ধ হয়েছে। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ীটি পরিদর্শন করেন।

সর্বশেষ আপডেটঃ ২:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫