| দুপুর ১২:৪১ - সোমবার - ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৫ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালি

 

স্টাফ রিপোর্টার, ২৮ এপ্রিল,
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৫ উপলক্ষে আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটি উদ্যোগে নির্মাণধীন আইনজীবী সমিতির ভবনে নীচে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্পেশাল জজ আমির উদ্দিন, জেলা ম্যাজিষ্ট্রেট মুস্তাকীম বিল্লাহ ফারুকী, সিনিয়র আইনজীবি আনিসুর রহমান খান, ফিরোজ উদ্দিন আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল হক, জহিরুল ইসলাম, শিব্বির আহমেদ লিটন, সুমি আক্তার প্রমুখ। পরে সেরা প্যানেল আইনজীবি (পুরুষ) এড, মোখলেছুর রহমান কেনান, প্যানেল আইনজীবী (মহিলা) রমা সরকার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এর আগে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালী জেলা আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা আদালতের বিচারক গণ ও জেলা প্রশাসক ও আইনজীবীবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ১০:৫৭ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৫