| রাত ১২:২১ - শুক্রবার - ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিনা‘র নবনিযুক্ত মহাপরিচালক ড.মো: শমসের আলী‘র মতবিনিময়

বাকৃবি সংবাদদাতাঃ আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) -এর ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়ামে নব নিযুক্ত মহাপরিচালক ড মো: শমসের আলী সকল বিজ্ঞানী, কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশ্যে এক মত বিনিময় সভায় বক্তব্য প্রদান করেন। ড. শমসের বলেন বর্তমান সরকার হলো কৃষি বান্ধব সরকার,এ সরকারের আমলে কৃষির ব্যাপক উন্নয়ন হয়েছে এবং বর্তমানে কৃষি ও কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানের সুনাম উত্তোরোত্তর বৃাদ্ধির জন্য আপনাদেরকে সকল ভেদাভেদ ভুলে আরও সচেতনতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। আপনারা হাতে হাত ধরে প্রতিজ্ঞা করুন যে, এখন থেকে আগের সকল ভুল ক্রটির উর্ধ্বে উঠে কৃষি উন্নয়নে সকলে মিলে মিশে কাজ করুন এবং কৃষিতে নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে সমৃদ্ধ করুন। বর্তমানে বিনা ধান জাত উদ্ভাবনে বেশ এগিয়ে থাকলেও অন্যান্য ফসলেরও ভাল জাত উদ্ভাবনে বিশেষভাবে নজর দেয়া প্রয়োজন।

সর্বশেষ আপডেটঃ ১০:১৭ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৫