| রাত ১১:০৮ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝড়ে বিধ্বস- ঘর খোলা আকাশের নিচে পাঠদান চলছে জামালপুরের শাহবাজপুর কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

 

জামালপুর প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ে বিদ্যালয় ঘর বিধ্বস্ত হওয়ায় জামালপুর সদর উপজেলার শাহবাজপুর কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে লেখাপড়া করছে। গত ৬ এপ্রিল রাতে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টি বিধ্বস- হয়ে মাটির সাথে মিশে যায়।
শাহবাজপুর কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা জাহান জানান, ঝড়ে বিদ্যালয়ের একমাত্র টিনসেড ঘর বিধ্বস- হয়েছে। আসবাবপত্র নষ্ট হয়েছে। এর পর থেকে বিদ্যালয়ের লেখাপড়া সচল রাখতে খোলা আকাশের নিচে গাছতলায় পাঠদান করানো হচ্ছে। ফলে দুই শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে পড়েছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা মাটিতে বসে ক্লাস করায় শিক্ষার্থীদের বই ও পোষাক নষ্ট হচ্ছে। দিনে দিনে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে ক্লাস করার।
প্রধান শিক্ষক মাহমুদা জাহান জানান, ঝড়ে বিদ্যালয়টি বিধ্বস- হবার পরদিনই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। কিন’ এখন পর্যন- বিদ্যালয়টি সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। জরুরি ভিত্তিতে বিদ্যালয়টির নতুন ভবন নির্মানের দাবি জানিয়েছেন তিনি।
স’ানীয় এলাকাবাসী ও অবিভাবকরা জরুরি ভিত্তিতে বিদ্যালয়টির নতুন ভবন নির্মানের দাবি জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৫