| রাত ১১:২২ - শনিবার - ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৯ই রমজান, ১৪৪৪ হিজরি

ধোবাউড়ায় ওর্য়াল্ডভিশনের উদ্যোগে গ্লোবাল এ্যাকশন উইক এর ক্যাম্পেইন

কবির উদ্দিন,ধোবাউড়াঃ বিশ্বজুড়ে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও নিরক্ষরতা দূর করার অঙ্গিকার নিয়ে “শিক্ষার অধিকার ২০০০-২০৩০ এই প্রতিপাদ্যে” ওর্য়াল্ডভিশন বাংলাদেশ ধোবাউড়া এডিপি’র উদ্যোগে গেস্নাবাল একশন উইক ২০১৫ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ উপলড়্গে চারিয়াকান্দা ও চন্ডিরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় এডিপি শিক্ষা প্রজেক্টের কর্মকর্তা গণ সবার জন্য শিক্ষার গুরম্নত্ব তুলে ধরেন। বক্তব্য রাখেন ধোবাউড়া এডিপি’র শিক্ষা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মিস অনুপমা রিছিল ও প্রজেক্ট অফিসার মারিও মুক্তি মন্ডল। বিদ্যালয়ের শিক্ষকরা ক্যাম্পেইনে বিশেষভাবে সহায়তা করেন। চারিয়াকান্দা ও চন্ডিরকান্দা ছাড়াও ভালুকাপাড়া, দর্শা, মনসাপড়া, কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৬০৭ জন ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষার অধিকার নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৪১ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৫