| রাত ১২:০২ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে দেড় বছরের শিশু হাবিবা বাঁচতে চায়

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি,
দেড় বছরের ফুটফুটে ছোট্ট শিশু হাবিবা। মা খাদিজা বেগম ও বাবা হাবিবুল্লার নয়ন জুড়া যখন হাসিখুশিতে মাতিয়ে রাখার কথা ঠিক তখনই একটি দুঃসংবাদে তছনছ গোটা পরিবার। আব্বু আম্মু ডাকে পিতা মাতার যখন প্রাণ জুড়ানোর কথা ঠিক তখনই আব্বু আম্মু ডাকটি তীরের বেগে টুকরো টুকরো করে হৃদয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের হাবিবুল্লাহ ও খাদিজা বেগমের দেড় বছরের একমাত্র শিশু কন্যা হাবিবা ক্যান্সারে ভুগছে। অসহায় দরিদ্র পিতামাতার পড়্গে মেয়ের চিকিৎসার ব্যয় ভার বহন করা সম্ভব হচ্ছেনা। রাজধানীর ধানমন্ডি এলাকার আনোয়ারা মেডিকেল সার্ভিসে দীর্ঘদিন চিকিৎসার পর আর্থিক সংকটে চিকিৎসা স্থগিত রেখে শিশুটিকে নিয়ে বাড়িতে চলে আসেন তার বাবা মা। ওই ছোট্ট নিঃষ্পাপ শিশু হাবিবার মুখে হাসি ফোটানোর জন্য আসুন আমরা সকলে মিলে সহযোগীতার হাত বাড়িয়ে দেই। হয়তো আমাদের ক্ষুদ্রক্ষুদ্র সহযোগীতাই ফিরে পেতে পারে শিশুটির জীবন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোছাঃ খাদিজা বেগম, সঞ্চয়ী হিসাব নং- ৩৬৪৫, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোহাগী বাজার শাখা। মোবাইল- ০১৯৩৯০৮৪৮১৪। ##

সর্বশেষ আপডেটঃ ৭:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৫