নেত্রকোনায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন, মিছিল
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার নোয়াপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে মদনপুর কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র এজহারুলকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর হত্যাকারী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে িআজ মঙ্গলবার জেলা শহরের ছোট বাজারে স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। আটপাড়ার স্বরমশিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- এজহারুলের বাবা সোনা মিয়া, মা মোছাম্মাৎ দোলেনা আক্তার, এলাকাবাসী মেজর (অবঃ) রফিকুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম ও মোমেন মিয়া প্রমূখ। শেষে এলাকাবাসী মনববন্ধনস্ঞল থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে যায় এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, গত ৩ মার্চ জেলার আটপাড়ার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে সদর উপজেলার মদনপুর কলেজের ১ম বর্ষের ছাত্র এজাহারুলকে দুর্বৃত্তরা মুক্তিপণের দাবীতে অপহরণ করে। মুক্তিপণ দেয়ার পর তাকে হত্যা করে। পরিবারের দাবী উপজেলার দরিয়াবক্্র গ্রামের শিবির ও বিএনপির কর্মীরা তাকে অপহরণের পর হত্যা করে।