| ভোর ৫:৩৯ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

প্রথম দিন টাইগারদের সংগ্রহ ২৩৬/৪

অন লাইন ডেস্ক,২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার:

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ২৩৬ রান তুলে শেষ করেছে বাংলাদেশ। তবে দিনের শেষ বলে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মুমিনুল হক।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট গিয়ে  খুবই ধীর শুরু করেন বাংলাদেশর দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তারা ৫২ রানের জুটি গড়েন ২৭ ওভারে। তামিম ২৫ রানে ফেরার পর ইমরুল ৫১ রানে মোহাম্মদ হাফিজের বলে ফেরেন। তবে
তৃতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে ৯৫ রনের জুটি গড়ে দলকে বড় সংগ্রহরে পথ দেখান মাহমুদুল্লাহ। তবে মাহমুদুল্লাহ ১২৩ বলে ৪৯ রানে ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন। চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে দিনের শেষ বলে জুলফিকার বাবলের বলে এলবি ডাব্লিউ’র ফাঁদে পড়েন মুমিনুল। তিনি ১৬২ বলে ৮ চারে করেন ৮০ রান। ১৯ রানে অপরাজিত থাকা সাকিব আগামীকাল মাঠে নামবেন।
বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হয়েছে ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেসার মোহাম্মদ শহিদের। অন্যদিকে পাকিস্তান দলে টেস্ট অভিষেক হয়েছে সামি আসলাম। তবে স্পিনার সাঈদ আজমল দলে নেই।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহামুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সৌম্য সরকার, শুভাগত হোম, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ শহিদ।
পাকিস্তান একাদশ:
মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলী, ইউনিস খান, মিসবাহ উল হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুনায়েদ খান, জুলফিকার বাবর।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৫ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৫