| রাত ৮:৫২ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

আফগানিস্তানে ভূমিধসে নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক,২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার:

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে ভূমিধসে অন্তত ৫২ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) তাজিকিস্তান সীমান্তবর্তী এই প্রদেশের খাওহান জেলায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক গভর্নর ওয়ালিউল্লাহ আদীবের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
আক্রান্ত এলাকা একটি প্রত্যন্ত অঞ্চল জানিয়ে ওয়ালিউল্লাহ বলেন, ওই এলাকা প্রাদেশিক রাজধানী ফাইজাবাদ থেকে প্রায় দুইশ’ কিলোমিটার দূরে অবস্থিত।
রাস্তাঘাট সব বরফে আবৃত বলে স্থলপথে সেখানে পৌঁছানোর কোনো উপায় নেই বলেও এ সময় জানান গভর্নর।
তিনি বলেন, উদ্ধার কাজে হেলকিপ্টার ছাড়া কোনো উপায় নেই।
এর আগে গত বছর মে মাসে একই এলাকায় অপর এক ভূমিধসে অন্তত সাড়ে তিনশ’ মানুষ নিহত হয় বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ৫:১৬ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৫