| সকাল ৭:৪৭ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘প্রেম বলে কিছু নেই’ ছবিতে সাইমন

অন লাইন ডেস্ক,২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার:

শাহিন সুমন পরিচালিত ‘প্রেম বলে কিছু নেই’ ছবিতে অভিনয় করছেন আলোচিত নায়ক সাইমন। এ ছবিতে বাপ্পি চৌধুরী অভিনয় করবেন এমনটি শোনা গিয়েছিল। কিন্তু নানা কারণে পরিচালক শাহিন সুমন বাপ্পির বদলে সাইমনকে নিয়ে শুটিং শুরু করেছেন। ছবির নায়িকা নবাগতা সানিতা। আরেক নায়ক সুমিত। ত্রিভুজ প্রেমের একটি গল্প নিয়ে দ্রুত ছবিটি শেষ করতে চাইছেন পরিচালক শাহিন সুমন ও নতুন প্রযোজক ফারুক মোল্লা। শাহিন সুমনের ‘প্রেম বলে কিছু নেই’ ছবিতে সুযোগ পেয়ে আলোচিত নায়ক সাইমন বেশ আনন্দিত। আনন্দিত আরও একটি কারণে। সেটি হলো, সম্প্রতি তার অভিনীত ‘ব্ল্যাকমানি’ ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। মো. সাফিউদ্দিন সাফি পরিচালিত এ ছবিতে সাইমনের নায়িকা সুঅভিনেত্রী কেয়া ও লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ। মুভি প্লানেট মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে সাইমন যোগ্যতা অনুযায়ী ভাল অভিনয় করার চেষ্টা করেছেন বলে জানান। ছবিটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। জাকির হোসেন রাজুর আবিষ্কার সাইমন বর্তমানে অনেক ছবির কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, চোখের দেখা, পুড়ে যায় মন, চুপিচুপি প্রেম, মাটির পরী, অজান্তে ভালবাসা, তোমার জন্য মন কান্দে, নদীর বুকে চাঁদ ইত্যাদি। এর বাইরে বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’ রয়েছে মুক্তির মিছিলে এবং চুক্তিবদ্ধ হয়ে আছেন এফআই মানিকের ‘সারপ্রাইজ’-এ। সব মিলিয়ে নায়ক হিসেবে একটা শক্ত অবস্থানে রয়েছেন সাইমন। কিছু ছবি মুক্তি পাওয়ার পর তার অবস্থান আরও সুদৃঢ় হবে বলে চলচ্চিত্রবোদ্ধারা আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৭ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৫