| সন্ধ্যা ৬:২২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঢাকা ও চট্টগ্রামে কাল ভোট, যান চলাচলে নিষেধাজ্ঞা

অন লাইন ডেস্ক, ২৭ এপ্রিল,  : ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আর একদিন বাকি। আগামীকাল মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে আজ সোমবার রাত ১২ টা থেকে ২৮শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো এবং ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সরকাররের তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই খবর। তবে এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে পরিচয়পত্র থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিল করা হবে।

তাছাড়া নির্বাচনের খবর সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এই আদেশের আওতামুক্ত থাকবে জরুরি সেবা ও পণ্য পরিবহন। এছাড়া ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ২৮ এপ্রিল নির্বাচনের দিন সাধারণ ছুটির কথা ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৫