| রাত ১:৫৯ - বৃহস্পতিবার - ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

নিকলীতে সড়ক দূর্ঘটনায় ১ যুবকের মৃত্যু

বাজিতপুর সংবাদদাতা ঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের উত্তর হাটি গ্রামের সুনাম উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪০) গত দুই দিন আগে রোদার পোড্ডা বাজার হতে সিএনজি যোগে বাজিতপুরে আসার পথে কামাল পুরে সিএনজি (নং-কিশোরগঞ্জ-ট-১১০৩২৯) গুরুতর আহত হয় গত রবিবার দুপুরে। পরে আজ সোমবার সকালে লিটন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু কোলে ঢলে পড়েন।সোমবার দুপুরে লিটনের লাশ বাড়িতে আনা হলে এক শোকের মাতম সৃষ্টি হয়। লিটনের পিতা সুনাম উদ্দিন সহ এলাকাবাসী সাংবাদিকদের জানান, সিএনজি ড্রাইভার কাজল মিয়া তার ছেলে লিটন মিয়াকে সিএনজির নিচে গুরুতর আহত করে চলে যায়। তখন বাজিতপুর থানার ফাড়ির ইনচার্জ রকিবুল হোসেন এলকাবাসীর সহযোগীতায় সিএনজিটি আটক করে এবং ড্রাইভার কাজল মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে ঢাকা বংশাল থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে গতকাল সকালে।

সর্বশেষ আপডেটঃ ৬:০৪ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৫