| রাত ১:৪৭ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে গভীর রাতে চার্জার লাইট বিস্ফোরনে পুড়ে গেছে ৪টি কক্ষ, আহত-৭

আজহারুল হক, গফরগাঁওঃ  ময়মনসিংহের গফরগাঁওয়ে গত রোববার রাত আড়াইটার দিকে চার্জার লাইট বিস্ফোরিত হয়ে চারটি কক্ষে থাকা ফ্রিজ, টিভি, ফার্নিচারসহ সমস্ত আসবাপপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৭জন আহত হয়। ঘটনাটি ঘটে তিতাস গ্যাস এন্ড টিএন্ডটি কোম্পানীর লিঃ এর গফরগাঁও শাখার একাউন্স সহকারী কামাল মিয়ার পৌর শহরের ষোলহাসিয়ার বাসায়।
জানা যায়, তিতাস গ্যাস এন্ড টিএন্ডটি কোম্পানীর লিঃ গফরগাঁও শাখার একাউন্স সহকারী কামাল মিয়ার পৌর শহরের ষোলহাসিয়ার বাসার একটি কক্ষে রোববার রাতে বৈদ্যুতিক মাল্টিফ্লাগে কয়েকটি লাইট চার্জে দিয়ে বাসার সকলেই ঘুমিয়ে পরেন। পরে রাত আড়াইটার দিকে হঠাৎ একটি চার্জার লাইট বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহুর্তে আগুন বাসার অন্য চারটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে গিয়ে জুয়েল,রাকিব, আরিফ, সোহেল ও লিটনসহ ৭জন আহত হয়। এতে বাসার চারটি কক্ষে থাকা ফ্রিজ, টিভি, ফার্নিচার ও সমস্ত আসবাপপত্র পুড়ে যায়। খবর পেয়ে গফরগাঁও ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস’লে পৌছে আগুন নেভায়।

সর্বশেষ আপডেটঃ ৫:০১ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৫