| রাত ১:২০ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ

কলমাকান্দা প্রতিনিধিঃ  নেত্রকোণা জেলার কলমাকান্দায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার কলমাকান্দা ডিগ্রি কলেজে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ২৩০ জন শিক্ষার্থীকে চার হাজার নয়শত টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়েছে। উপবৃত্তি বিতরনে প্রধান অতিথি হিসাবে ছিলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ.এম.আব্দুল ওয়াজেদ তালুকদার, কলমাকান্দা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, সমাজসেবী ইদ্রিছ আলী তালুকদার, আবুল কালাম আজাদ, রফিকুজ্জামান খোকন, মাহতাব উদ্দিন মাতু, আশুতোষ সাহা ও লিটন চন্দ্র দাস প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৫