| সকাল ১০:২৬ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেপাল থেকে ফিরেছে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল

২৭ এপ্রিল ২০১৫, সোমবার:

ভয়াবহ ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল গতকাল রাতে ঢাকায় ফিরেছে। তাদের আনতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমান পাঠানো হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গতকাল বিকালে বলেন, ‘সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মেয়েদের ঢাকায় আসার কথা ছিল। সে অনুযায়ী  সকালে বাংলাদেশ দল নেপাল বিমানবন্দরে উপস্থিত হয়। তবে ১১টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানটি নেপালের ত্রিভূবন বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফিরে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা এবং দেশে তাদের স্বজনরা। পরবর্তীকালে বিমানবাহিনীর একটি বিশেষ বিমান চারটার দিকে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এ বিমানটি রাত নয়টায় তেজগাঁওয়ে অবস্থিত বিমানবাহিনীর নিজস্ব বিমানবন্দরে পৌঁছার কথা। সেখান থেকেই আমরা মেয়েদের নিয়ে আসবো।‘
উল্লেখ্য, কাঠমান্ডুতে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের আসরে ‘সাউথ অ্যান্ড সেন্ট্রাল জোন’-এ রয়েছে বাংলাদেশ। শুক্রবার সেমিফাইনালে এশিয়ার শক্তিশালী দল ইরানের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বাংলাদেশের মেয়েরা। এ জয়ের ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শনিবার বিকালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। দুপুরে ভয়াবহ ভূমিকম্পে ম্যাচটি বাতিল করে আয়োজকরা। বাতিল হওয়া ফাইনাল ম্যাচটি কবে ও কোথায় হবে তা এখনও জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনার পরই বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সর্বশেষ আপডেটঃ ৪:৩০ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৫