| বিকাল ৫:০৮ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আইএস প্রধান বাগদাদি নিহত !

২৭ এপ্রিল ২০১৫, সোমবার:

কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন। অল ইন্ডিয়া রেডিও’র (এআইআর) এক টুইট বার্তায় বলা হচ্ছে, বাগদাদি নিহত হয়েছেন এমন দাবি করেছে রেডিও ইরান। রেডিও ইরান দাবি করেছে, বোমা হামলায় আহত হওয়া আইএস প্রধান বাগদাদি এবার নিহত হয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য জানা যায়নি। এদিকে এ খবরের সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। যদি এ খবর সত্যি হয়, তবে তা হবে আইএসের জন্য বড় ধরনের আঘাত। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ ও ওয়ান ইন্ডিয়া। বাগদাদি নতুন কোন হামলা নিহত হয়েছেন, নাকি আগের হামলায় গুরুতর আহত অবস্থাতেই তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।  বাগদাদির মাথার জন্য পুরস্কার হিসেবে ১ কোটি ডলার দাম হেঁকেছিল যুক্তরাষ্ট্র। এর আগে গত সপ্তাহে গার্ডিয়ানের এক রিপোর্টে দাবি করা হয়েছিল, গত মার্চে যুক্তরাষ্ট্রের পরিচালিত বিমান অভিযানে বাগদাদি গুরুতর আহত হয়েছিলেন এবং তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তবে তিনি ধীরে ধীরে সেরে উঠছিলেন। গত বছরও বাগদাদির গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেলেও, সেগুলো নিশ্চিত করা যায়নি। গত বছরের আগস্ট থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান অভিযান শুরু করার পর এখনও জঙ্গিরা অগ্রসর হচ্ছে এবং রক্তপাত ঘটাচ্ছে ও একের পর এক সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত হওয়ার মাধ্যমে জনমনে ভীতি সঞ্চার করছে।

সর্বশেষ আপডেটঃ ৪:২৫ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৫