| সকাল ৬:১০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় জমি বিক্রির ১৮ লাখ টাকা ছিনতাই

সিরাজুল হক সরকার,মুক্তাগাছা প্রতিনিধি:  রবিবার সন্ধ্যায় মুক্তাগাছা সাবরেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রির ১৮ লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে মুক্তাগাছা নন্দীবাড়ী স্টেডিয়াম এলাকা থেকে পূর্ব পরিকল্পিতভাবে মারধর করে এবং বুকে অস্ত্র ঠেকিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিবরণে জানা যায়, বড়গ্রাম ইউনিয়নের মোগলটুলা গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা জকিমদ্দিন (ছাত্তার) এর পুত্র মোঃ শামছুল হুদা কামরুল .৭৭ শতাংশ জমি বিক্রি করে একই গ্রামের নজরুল ইসলামের নিকট। জমির মূল্য বাবদ ২৭ লাখ ৭২ হাজার টাকার মধ্যে ৯ লাখ ৩০ হাজার বায়নাপত্র করার পর গতকাল রবিবার জমি রেজিস্ট্রির সময় কামরুল কে ১৮ লাখ ৪২ হাজার টাকা নগদ প্রদান করে। বিকেলে জমি রেজিস্ট্রি করে দেয়ার পর কামরুল, তার পুত্র ও ভাতিজাকে সাথে নিয়ে ১৮ লাখ ৪২ হাজার টাকাসহ নন্দীবাড়ীস্থ নিজ বাসায় যাওয়ার পথে নন্দীবাড়ীস্থ স্টেডিয়াম এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে নজরুল ইসলাম ও আরিফের নেতৃত্বে ২টি মোটর সাইকেল যোগে ৪/৫ জন সন্ত্রাসী তাদের পথ রোধ করে দাঁড়ায় এবং ২টি ব্যাগে রাখা ১৮ লাখ ৪২ হাজার টাকার ব্যাগ নিয়ে টানা হেচড়া শুরু করে এবং এক পর্যায়ে তাদেরকে ব্যাপক মারধর করে আহত করে ২টি ব্যাগে গচ্ছিত রাখা ১৮ লাখ ৪২ হাজার টাকা ছিনতাই করে মোটর সাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে শামছুল হুদা কামরুল বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করে।

 

সর্বশেষ আপডেটঃ ১১:৩৪ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৫