| রাত ১:১৮ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পিরোজপুরে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে ময়মনসিংহে কলেজ শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন

শাহ আলম উজ্জ্বল,২৬ এপ্রিল, রোববার,
পিরোজপুর ভান্ডারিয়া সরকারী কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক শিক্ষককে লাঞ্চিত ও অপমান করার প্রতিবাদে এবং বিচারের দাবীতে ময়মনসিংহে বিভিন্ন সরকারী কলেজের শিক্ষকরা আজ রবিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করে নিজ নিজ কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

ময়মনসিংহের সরকারী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, মুমিনুন্নেছা সরককারী মহিলা কলেজ, সরকারী পুরুষ ও মহিলা টিচার্স ট্রেনিং কলেজসহ সকল সরকারী কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ও শিক্ষক পরিষদের উদ্যোগে সরকারী কলেজের শিক্ষকরা পুর্ণ দিবস কর্মবিরতী এবং নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে।  কর্মসূচি চলাকালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টানত্মমূলক শাসিত্ম না দেয়া পর্যন- আন্দোলন চলবে।#

সর্বশেষ আপডেটঃ ৫:৩০ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৫