| সকাল ৯:৫৬ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভূমিকম্পে ময়মনসিংহ শহরের চারতলা ভবন হেলে পড়েছে, ভালুকায় ১৫ শ্রমিক আহত

শাহ আলম উজ্জ্বল, ২৬ এপ্রিল, রোববার,
ভূমিকম্পে ময়মনসিংহ শহরের ধোপাখোলা এলাকায় চারতলা একটি ভবন হেলে পড়েছে,ভালুকায় গামেন্টেস থেকে হুড়িহুড়ি করে নামতে গিয়ে অন-ত ১৫জন শ্রমিক আহত হয়েছে।

ভূমিকম্পের সময় আজ রবিবার ময়মনসিংহ শহরের ধোপাখলা এলাকায় চার তলা ইউনাইটেড ক্লিনিকের ভবনটি হেলে পড়েছে, তবে কেহ হতাহত হয়নি। অপর দিকে ভালুকা মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান ভূমিকম্পের সময় উপজেলার মাষ্টার বাড়ি এলাকায় গামেন্টেস থেকে হুড়িহুড়ি করে নামতে গিয়ে ১৫ শ্রমিক আহত হয়েছে।

ভূমিকম্পের সময় ময়মনসিংহ শহরের উচ্চতর ভবন এবং বাসা-বাড়ি ও মার্কেটের লোকজন দৌড়ে রাস-ায় নেমে আসে।#

সর্বশেষ আপডেটঃ ৫:১৫ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৫