| সকাল ৯:৪৮ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভূমিকম্পে ফাটল ফুলপুর প্রাথমিক বিদ্যালয়ের খোলা আকাশের নিচে ক্লাশ

ফুলপুর প্রতিনিধি :  ভূমিকম্পে বিল্ডিংয়ে ফাটল ধরায় ফুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাশ শুরু হয়েছে। জানা যায়, শনিবারের ভূমিকম্পে ফুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪টি বিল্ডিংয়ের সবকটিতেই মারাত্বক ফাটল দেখা দেয়। এ সময় ছাদ, ভীম ও পিলারের বিভিন্ন অংশ খসে পড়ে। ভূম্পের সময় ভয়ে শিক্ষার্থী ও শিক্ষকগণ খোলা আকাশের নিচে বেড়িয়ে আসায় কেউ হতাহত হননি। সোমবার থেকে বিদ্যালয়টিতে খোলা আকাশের নিচে ক্লাশ শুরু করা হয়েছে। ১৮৭৫ সনে এ বিদ্যালয় স্থাপন হয়। পরে ১৯৯০, ১৯৯৪ সনে ৬০ ফুট দৈর্ষ্যের ২টি বিল্ডিং ও ১৯৯৬-৯৭ সনে ৩০ ফুট দৈর্ঘ্যের ২ টি বিল্ডিং নির্মিত হয়। নিম্নমানের কাজ হওয়ায় ২০১৪ সনের ডিসেম্বরে বিল্ডিংগুলো পরিত্যক্ত ঘোষণার প্রস-াব যায়। প্রধান শিক্ষক মোঃ আবু তাহের জানান, ভূমিকম্পে বিদ্যালয় ভবগুলোর বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় ও খসে পড়ে। বিদ্যালয়ে মোট ৫৬০ জন শিক্ষার্থী রয়েছে। প্রখর রোদ্রে খোলা আকাশের নিচে ক্লাশ নেয়া দুষ্কর হয়ে পড়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:১২ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৫