| দুপুর ১:৫৫ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে নৌকার বিরুদ্ধে যাওয়ায় মেয়র প্রার্থীসহ আ.লীগের তিন নেতা বহিষ্কার

ময়মনসিংহে পৌরসভা নির্বাচনে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঈশ্বরগঞ্জের মেয়র প্রার্থী কমান্ডার আব্দুস সাত্তারসহ চারজনকে দল থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

 

অন্য বহিষ্কৃত নেতারা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান।

 

মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

 

আরও পড়ুনময়মনসিংহে একাধিক বিয়ের সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী 

 

ওই প্যাডে উল্লেখ করা হয়, ‘চলমান ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে আপনাকে বার বার পরামর্শ দেয়া ও সতর্ক করা সত্ত্বেও আপনি কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ভূমিকা পালন করছেন।

 

এগুলো অবশ্যই সংগঠনবিরোধী কাজ হিসেবে ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। যে কারণে আপনাকে পদ থেকে ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। অত্র ঘোষণার পর থেকে আপনি আর আওয়ামী লীগের কেউ নন।’

 

আরও পড়ুনময়মনসিংহে জুয়ার ১ হাজার টাকার জন্য খুন হয়েছিল জসিম 

 

সুত্রঃ জাগো নিউজ

সর্বশেষ আপডেটঃ ১০:৩৯ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২১