| দুপুর ২:৪২ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ সীমান্তে বিএসএফ’র গুলিতে মানসিক প্রতিবন্ধী’র মৃত্যু

লোক লোকান্তরঃ  ময়মনসিংহের হালুয়াঘাটে বিএসএফের গুলিতে আব্দুল জলিল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল জলিল উপজেলার গোবরাকোড়া ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।

 

হালুয়াঘাট থানার ওসি আরী মাহমুদ বলেন, নিহত আব্দুল জলিল মানসিক প্রতিবন্ধী। কখন এ ঘটনা ঘটেছে সঠিক জানি না। আমি খবরটি শুনেছি মঙ্গলবার দুপুর ১২টার দিকে।

 

নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তাই কী কারণে তিনি সীমান্ত এলাকায় গিয়েছিলেন তা সঠিক বলা যাচ্ছে না। পরে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানানো হবে বলেও জানান ওসি।

 

নিহত আব্দুল জলিলের বড় ভাই খলিল মিয়া জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। সকালে খবর পেয়ে গুলিবিদ্ধ লাশের বর্ণনা অনুযায়ী নিহত ওই ব্যক্তি তার ছোট ভাই বলে দাবি করেন তিনি।

 

এ ঘটনায় কড়ইতলী বিজিবির কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ জানান, দুই দেশের বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা চলছে।দ্রুতটি লাশটি দেশে আনার চেষ্টা করা হবে।

আরও পড়ুন – ময়মনসিংহে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ১৫০০ 

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ৫:৪৫ অপরাহ্ণ | জুন ২৩, ২০২০