| রাত ১:১২ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে নতুন ৪৪ করোনা রোগী শনাক্ত

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ বিভাগে নতুন আরও ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের ২টি মেশিনে ৩৭৬ নমুনা পরীক্ষায় ২৬ জনের এবং জামালপুর হাসপাতাল পিসিআর ল্যাবে একটি মেশিনে ৯১টি নমুনা ১৮ জনের মোট-৪৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যালের এক চিকিৎসক, এক নার্স ও তিন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, সদরে ৩, তারাকান্দায় ৫, ফুলপুরে এক, ফুলবাড়িয়ায় এক ও হালুয়াঘাটে একজনসহ ময়মনসিংহ জেলায় ১৬ জন, নেত্রকোনা জেলা সদরে এক ও কেন্দুয়াতে ৮ জনসহ জেলায় ৯ জন, শেরপুর জেলার নকলাতে একজন এবং জামালপুর জেলার মেলান্দহে ১৪ জন ও সদরে ৪ জনসহ জেলায় ১৮ জন রয়েছে।

 

আরও পড়ুন- করোনা রোগী সুস্থতায় তৃতীয় ময়মনসিংহ, করোনা পরীক্ষাকারী ৪৩টি প্রতিষ্ঠান

 

তিনি আরও জানান, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৭৭০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৫০ জন, জামালপুর জেলায় ১৭৩ জন, নেত্রকোনা জেলায় ১৭৯ জন এবং শেরপুর জেলায় ৬৮ জন করোনা রোগী আছেন।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। এনিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৮০ জন।

 

আরও পড়ুন- ময়মনসিংহসহ ঘূর্ণিঝড় আম্ফানে বিপর্যস্ত মোবাইল নেটওয়ার্ক

সর্বশেষ আপডেটঃ ১১:০৩ পূর্বাহ্ণ | মে ২২, ২০২০