| রাত ১১:৩৬ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে প্রাণ গেল তিন শিশুর

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে তিন শিশু প্রাণ হারিয়েছে । বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় ময়মনসিংহ মহানগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো, নাসিমের ছেলে সায়েম (৭), রতন মিয়ার ছেলে আহাদ (৭) ও শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)। তারা সবাই ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার শানকিপাড়া এলাকার বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. জিয়াউর রহমান।

 

তিনি বলেন, নগরীর জয়নুল আবেদিন পার্ক এলাকায় দুপুরের দিকে তিন শিশুসহ পাঁচজন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে দুপুর ২টায় তিন শিশু নদে ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

 

খবর পেয়ে ফায়ারসার্ভিস তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ওই তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ছবিঃ প্রতীকী

সর্বশেষ আপডেটঃ ৪:৫২ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২১