| রাত ১১:৫১ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছিল।

রোববার দুপুরে নাকুগাঁও সীমান্ত চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়।

 

আটককৃতরা হলেন- ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার মাইনকার চর থানার ডাকাইরা গ্রামের তারা মিয়ার ছেলে সিদ্দিক আলী ও সালাম মিয়ার ছেলে কাবিল মিয়া।

 

শনিবার দুপুরে তাদের ওই উপজেলার সীমান্তবর্তী উত্তর কালাকুমা গ্রাম থেকে আটক করেছিল বিজিবি।

 

রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, পাঁচদিন আগে সিদ্দিক আলী ও কাবিল মিয়া অবৈধভাবে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

 

তারা নালিতাবাড়ী শহরের একটি বাসায় তিনদিন থাকার পর শুক্রবার কালাকুমা গ্রামের নূর ইসলামের বাড়িতে যান।

 

তিনি আরো জানান, শনিবার দুপুরে দুই ভারতীয় নাগরিক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। ওই সময় তাদের আটক করে স্থানীয়রা।

 

খবর পেয়ে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে যান।

 

রোববার বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে দুইজনকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:২৭ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০২১