| বিকাল ৫:৫৪ - রবিবার - ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে সরকারী নির্দেশনা অমান্য করায় মামলা ও জরিমানা

ময়মনসিংহ নগরীতে করোনা ভাইরাস বিস্তার রোধে মন্ত্রীপরিষদ কর্তৃক প্রদত্ত নির্দেশনা অমান্য করায় মামলা ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষে মাস্ক বিতরণ করা হয়।

 

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।

 

জানা যায়, নগরীর গাঙ্গীনারপাড়, তাজমহল রোড, রেলিরমোড়, থানাঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি না মানা এবং অকারন ঘোরাঘুরির কারনে ৪ টি মামলায় ৮০০ টাকা জরিমানা করেন এবং মাস্ক বিতরণ করেন।

 

প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

সর্বশেষ আপডেটঃ ২:০৪ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০২১