| রাত ১১:২৩ - মঙ্গলবার - ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বড়িতে একা পেয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

ময়মনসিংহে বাড়িতে কেউ না থাকার সুযোগে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুল হক (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

 

বৃহস্পতিবার রাতে জেলার ভালুকায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজুল হক ভুক্তভোগী মেয়েটির প্রতিবেশী।

 

শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে আজিজুল হকের বিরুদ্ধে মামলার করেছেন বলে জানিয়েছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীকে বাড়িতে রেখে ইসলামী সভা শুনতে যান তার মা-বাবা।

 

বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আজিজুল বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

 

‘শিশুটির মা-বাবা বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বাবা-মার কাছে সে আজিজুলের পাশবিকতার কথা জানায়।

 

তারা মেয়েকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’

 

নির্যাতনের শিকার শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি মাহমুদুল হাসান।

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ১২:৫১ অপরাহ্ণ | মার্চ ২০, ২০২১