| রাত ১১:৫৮ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

ময়মনসিংহে একটি বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

 

আজ বুধবার (৩ মার্চ) সকালে এটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ময়মনসিংহের নান্দাইলের পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি বিপন্ন প্রজাতির তক্কক উদ্ধার করে।

 

গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দেওয়ানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান,  মোটর সাইকেলে আসা কয়েকজন পাচারকারী দূর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তাদেরকে ধরা সম্ভব হয়নি। তক্ককটি থানায় এনে বণবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নান্দাইল উপজেলা বনবিভাগের কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, তক্ষক গিরগিটি প্রজাতির র্নিবিষ নিরীহ বণ্যপ্রাণী। সাধারণত পুরাতন ইটের দেওয়াল,ফাঁকফোঁকর ও বয়স্ক গাছে এরা বসবাস করে। কীটপতঙ্গ,ছোট পাখি ও ছোট সাপের বাচ্চা খায়।

 

তিনি আরও বলেন তক্ষকের দাম ও তক্ষক দিয়ে ওষুধ বানানো হয়- এটা এক ধরনের গুজব।এক শ্রেণীর লোক এটা ধরে মেরে ফেলছে। এতে প্রাণীটি বিলুপ্তের পথে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৪ অপরাহ্ণ | মার্চ ০৩, ২০২১