| সকাল ৯:১৩ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লা ফেলায় ৭ জনকে জরিমানা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লা ফেলায় সাতজনকে জরিমানা করেছেন সড়ক বিভাগের ভ্রাম্যমাণ আদালত। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উপসচিব কামরুজ্জামান মিয়া এ অভিযান পরিচালনা করেন।

 

বৃহস্পতিবার মহাসড়কের গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় দুপুরে সাতজনকে আর্থিক দণ্ড প্রদান করা হয়।

 

গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.সাইফুদ্দিন জানান, সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন অংশে বর্জ্য অপসারণ করায় পথচারীদের দুর্ভোগ তৈরি হয়েছে। এসব স্থানে বর্জ্য অপসারণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী সাতজনকে আর্থিক দণ্ড প্রদান করা হয়।

 

তিনি আরও বলেন, বর্তমানে মহাসড়কের গাজীপুর অংশে নজরদারি বাড়ানো হয়েছে, যেন আর কেউ বর্জ্য ফেলতে না পারে। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের স্টেট অফিসার কামরুজ্জামানসহ গাজীপুর সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১২:১২ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২৬, ২০২১