| দুপুর ১২:৫৩ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পঞ্চম দিনে কোন বিভাগে কতজন টিকা নিলেন

চলমান টিকাদান কর্মসূচির ৫ম দিন হিসেবে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টিকা গ্রহণ করেছেন দুই লাখেরও বেশি মানুষ। যারা টিকা গ্রহণ করেছেন এদের মধ্যে ৮৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীসহ সারা দেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য কেন্দ্রে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সর্বমোট দুই লাখ চার হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২ জন ও নারী রয়েছেন ৬৪ হাজার ৩৮৮ জন। এছাড়া ৮৬ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সর্বমোট টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। বৃহস্পতিবারে টিকা গ্রহণকারীর মধ্যে ঢাকা বিভাগে ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন টিকা নেন।

 

এছাড়া, রাজশাহীতে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ৩৯৭ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৭৩৯ জন টিকা নেন।

 

এদিকে, করোনার টিকা নিতে সুরক্ষা ওয়েবসাইটে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত আটটা পর্যন্ত ১২ লাখ ৪৬ হাজার টিকা প্রত্যাশিত নিবন্ধন করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২১