| রাত ১১:০৭ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দিল্লিতে কৃষকদের সঙ্গে সংঘর্ষে ৮৬ পুলিশ সদস্য আহত

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সংঘর্ষে ৮৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

দিল্লি পুলিশ সূত্রের বরাতে এ খবর জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

 

মঙ্গলবার দিল্লিতে আন্দোলনকারী কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকরা ট্রাক্টর নিয়ে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

 

এ সময় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

 

পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীরা ৩০০টি ব্যারিকেড ভেঙেছেন। ১৭টি সরকারি গাড়িতে আগুন ও আটটি বাসে ভাঙচুর করা হয়েছে।

 

এ ঘটনায় পাণ্ডব নগর ও সীমাপুরী এবং গাজীপুর থানায় মোট চারটি অভিযোগ হয়েছে।

 

এদিকে চলমান পরিস্থিতি নিয়ে এদিন সন্ধ্যায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

সর্বশেষ আপডেটঃ ১১:০৬ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২১