| দুপুর ১২:১০ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে পিস্তল বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ মো. তাহসিন আহম্মেদ শাওন (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

গ্রেফতারাকৃত মো. তাহসিন আহম্মেদ শাওন ভালুকা উপজেলার পৌর শহরের শিমুলতলা এলাকার বাসিন্দা মু. রুহুল আমীন খানের ছেলে।

 

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর খাগডহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদে জানতে পারি শাওন বিদেশি পিস্তল বিক্রি করার জন্য নগরীর খাগডহর এলাকা অবস্থান করছে। এমন সংবাদে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মো. তাহসিন আহম্মেদ শাওনকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেন, শাওন দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসায় জড়িত। এ ছাড়া তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

 

গ্রেফতার আসামিকে বুধবার দুপুরে আদালতে সাতদিনের রিমান্ড চেয়ে সোর্পদ করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান শাহ কামাল।

সর্বশেষ আপডেটঃ ১০:০০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২০