| রাত ৩:৫৯ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিয়ে দফতরি উধাও

লোক লোকান্তরঃ  অ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গেছেন দফতরি। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত শরিফ মিয়া (২৫) উপজেলার ধোপাঘাট শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দফতরি। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলার ধোপাঘাট এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান শরিফ মিয়া।

 

এ ঘটনায় ওই দিন রাতেই স্কুলছাত্রীর মা বাদী হয়ে শরিফ মিয়াকে অভিযুক্ত করে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দেন।

 

জানা যায়, উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১২) অ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দিতে মঙ্গলবার সকালে স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফেরায় পথে ধোপাঘাট এলাকায় রাস্তা থেকে ধোপাঘাট শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দফতরি শরিফ মিয়া ছাত্রীকে তুলে নিয়ে যান।

 

আরও পড়ুন – ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের পর তার হাত কামড়ে পালাল ধর্ষক 

 

গফরগাঁও থানা পুলিশের ওসি অনুকূল সরকার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

স্কুলছাত্রীর মা জানান, শরিফ মিয়া দীর্ঘদিন ধরে আমার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করত। ঘটনার দিন সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শরিফ তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। সুত্রঃ জাগো নিউজ

 

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ১০:৪৮ অপরাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২০