| রাত ১১:৪৫ - শনিবার - ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে দুই নারী’র কাছে মিললো ১৭০ পিস নেশা জাতীয় ইনজেকশন

লোক লোকান্তরঃ  ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নেশা জাতীয় ১৭০টি অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।

 

সোমবার (২৩ নভেম্বর) রাতে নগরীর করোনেশন রোড সানকিপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান।

 

গ্রেফতাররা হলেন-ময়মনসিংহ নগরীর সানকিপাড়ার আবু বকর সিদ্দিক ওরফে বক্করের স্ত্রী মিনা বেগম ওরফে বলাই ও আকুয়া ওয়ারলেস এলাকার রাসেল মিয়ার স্ত্রী রিপা বেগম।

 

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক কাজী হাবিবুর রহমান। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২:৫১ অপরাহ্ণ | নভেম্বর ২৪, ২০২০