| সকাল ৯:৩৮ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত

লোক লোকান্তরঃ  জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। তবে জঙ্গিরা পালিয়ে যাওয়ায় কাউকে ধরা সম্ভব হয়নি।

 

এরপরেই গোটা এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা জওয়ানরা।

 

জানা গেছে, অনন্তনাগের বিজেহেরায় রোজকার মতো নিরাপত্তাকর্মীরা টহল দিচ্ছিলেন। সেই সময়ই কিছু জঙ্গি বাইকে করে এসে ওই টহলদারি দলকে লক্ষ্য করে হামলা চালায়।

 

জবাবে, নিরাপত্তা বাহিনী গোলাগুলি ছুঁড়তে শুরু করলে পালিয়ে যায় জঙ্গিরা। তবে তারই মধ্যে জঙ্গিদের চালানো গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই জওয়ানের।

 

পাশাপাশি সেনা-জঙ্গি সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এক ১২ বছরের বালকেরও মৃত্যু হয়।

 

কয়েক সপ্তাহ ধরেই ওই এলাকায় জঙ্গি দমন অভিযান চলছে। যৌথবাহিনীর তৎপরতায় গত সপ্তাহেই প্রায় এক ডজন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

 

গত রোববারও শ্রীনগরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, সেই সময়ও মৃত্যু হয় ৩ জঙ্গি। মৃত জঙ্গিদের কাছ থেকে একটি একে -৪৭ রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়।

 

শ্রীনগরের জাদিবলের জুনিমার এলাকায় জঙ্গিরা আস্তানা ঘেড়ে বসেছে, গোয়েন্দা সূত্রে এই খবর পেয়ে অভিযান চালায় যৌথবাহিনী।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৫ অপরাহ্ণ | জুন ২৬, ২০২০