| দুপুর ২:৪৩ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে রূপচাঁদা বলে বিক্রি হচ্ছে রাক্ষুসে পিরানহা

লোক লোকান্তরঃ  বাংলাদেশের পরিবেশের সঙ্গে পিরানহা মাছ সংগতিপূর্ণ নয়। অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে। এ কারণে সরকার ও মৎস্য অধিদপ্তর পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, বংশ বৃদ্ধিকরণ,বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

 

অনেকটা রূপচাঁদা মাছের মতো দেখতে রাক্ষুসে মাছ পিরানহা। সরকার পিরানহা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করলেও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রকাশ্য হাটে রূপচাঁদা বলে বিক্রি হচ্ছে এই মাছ।

 

ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারে গত কয়েকদিন ধরে রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি করা হচ্ছে। মাছটি সম্পর্কে ব্যবসায়ীরা জ্ঞাত না থাকায় না বুঝেই তারা মানুষকে রূপচাঁদা বলে বিক্রি চালিয়ে যাচ্ছে।

 

সোহাগী এলাকার তরুণ শামীম আনোয়ার বলেন, রাক্ষুসে মাছটি সরকার নিষেধাজ্ঞা দিয়ে দিলেও প্রকাশ্য বাজারে বিক্রি হচ্ছে। রূপচাঁদা বলে মানুষের কাছে নিষিদ্ধ পিরানহা বিক্রি করা হচ্ছে।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল বলেন, নিষিদ্ধ পিরানহা বিক্রি হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নিষিদ্ধ পিরানহা বিক্রি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৯ অপরাহ্ণ | জুন ০৭, ২০২০