| দুপুর ১২:৪৮ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে আজ থেকে চলবে অটো, মানতে হবে যেসব নির্দেশনা

ফাহিম মোঃ শাকিলঃ  ময়মনসিংহে আজ জুনের ১ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে অটোবাইক চালানোর সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সরকার থেকে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে নগরীতে গনপরিবহন হিসেবে পরিচিত অটোবাইকের চলাচল বন্ধ ছিল।

 

গত ১৪ এপ্রিল, মঙ্গলবার নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে ময়মনসিংহ জেলা লকডাউন ঘোষণা করেছিল জেলা প্রশাসন। এর পর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপে অফিস, দোকান-পাটসহ বন্ধ থাকে গনপরিবহন।

 

মহামারি করোনাভাইরাসের কারনে দেশে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয় সেই সাথে বন্ধ থাকে গণপরিবহনও। দেশে ৩১ মে থেকে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সড়কে গণপরিবহন চলাচল অনুমতি দিয়েছে সরকার।

 

‘লকডাউন প্রত্যাহার করে আগামী ১৫ জুন পর্যন্ত কঠোরভাবে বিধি-নিষেধ মেনে অফিস খোলা থাকবে, অর্থনৈতিক কর্মকাণ্ডও চলবে। হাটবাজার, দোকান-পাট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার।’

 

যে শর্ত মানতে হবে ময়মনসিংহের অটো চালকদের –

◊ চারজনের অধিক যাত্রী কোন অবস্থাতেই বহন করা যাবে না।

◊ চালকদের অবশ্যই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

◊ মাস্ক ছাড়া কোন যাত্রিকে অটোবাইকে উঠানো যাবে না।

◊ প্রতিদিন অটোবাইকের সীটসহ অন্যান্য স্থানে জীবাণুনাশক ছিটাতে হবে।

◊ পূর্বের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

 

সর্বশেষ আপডেটঃ ৩:০২ অপরাহ্ণ | জুন ০১, ২০২০