| বিকাল ৪:৩২ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঢামেক করোনা ইউনিটে উপসর্গ নিয়ে এক ময়মনসিংহবাসীর মৃত্যু

লোক লোকান্তরঃ  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শনিবার বিকেল ৪টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এই ২২ জনের একজন ময়মনসিংহের বেবী আকতার (৩৬)।

 

এই ২২ জনের মধ্যে তিনজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। সবাই করোনা সন্দেহ ও উপসর্গ নিয়ে মারা গেছেন।

 

হাসপাতাল সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল কুদ্দুস (৫৫), রাজধানীর খিলগাঁওয়ের ইমদাদুল হক (৬০) এবং নোয়াখালী বেগমগঞ্জের জসিম উদ্দিন (৪৫) তিনজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

 

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, রাজধানীর বাড্ডা এলাকার তাসলিমা (৪০), গাজীপুরের লুৎফুর রহমান (৫৫), দক্ষিণ কেরাণীগঞ্জের আমীর হোসেন (৫৪), ময়মনসিংহের বেবী আকতার (৩৬), রাজধানীর শ্যামপুর এলাকার দিলীপ সাহা (৬৮), কতোয়ালীর খাজা মুনসুর (৮৫), কদমতলী এলাকার আনোয়ার হোসেন (৮৩), দারুসসালামের রাহিমা (৬৫) ও রাহিমা (৬৫), শ্যামপুরের স্বপন (৩২), পল্লবীর সেতারা কবীর (৬৫), সূত্রাপুরের মিলন (৫০), রাজধানীর শাহবাগ এলাকার রেশমা (৩০), আবুল খায়ের (৬৫), ফেনীর সিরাজুল ইসলাম (৭০), নারায়ণগঞ্জ সদরের মনিরুজ্জামান (৪৮), কুমিল্লা চান্দিনার শারমিন ইসলাম (৩২), বরিশালের সুভাষ (৫৫), জামালপুরের রোজীনা (১৮), নোয়াখালী বেগমগঞ্জের নাবীর হোসেন (৬৫)।

সর্বশেষ আপডেটঃ ১২:৪৪ অপরাহ্ণ | জুন ০১, ২০২০