| দুপুর ১২:২০ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১০০০ ছাড়াল

লোক লোকান্তরঃ  ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বিভাগে এখন ১০২৭ জন।

 

শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ হাজার সংখ্যার মাইলফলক পার হয়। ময়মনসিংহ বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেন।

 

ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৪৮ জনের করোনা পজেটিভ হয়।

 

ময়মনসিংহ ময়মনসিংহে ১৬জন। জামালপুরে ৩০ জন, টাঙ্গাইলে ১ জন এবং নান্দাইল উপজেলার একজন পুরাতন রোগীর পুনরায় করোনা পজেটিভ আসে।

 

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবুল কাসেম বলেন, বিভাগে করোনা শনাক্ত ১ হাজার ২৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৪৮৬ জন, জামালপুরের ২৩৬ জন, নেত্রকোনার ২২১ জন ও শেরপুরের ৮৪ জন। বিভাগে মোট সুস্থ হয়েছে ৪১৩ জন কোভিড–১৯ রোগী। মারা গেছেন ১৩ জন।

 

প্রসঙ্গত, ৮ এপ্রিল ময়মনসিংহ বিভাগে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

সর্বশেষ আপডেটঃ ১:৫১ অপরাহ্ণ | মে ৩১, ২০২০